শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৬, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১৬, ৯ এপ্রিল ২০২৫
আজ বুধবার (৯এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দেশব্যাপী গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়। পোস্টে আরও জানানো হয়, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১০টি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রেখেছে পুলিশ।
এসব নিন্দনীয় কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা নাগাদ এই ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছ। এরমধ্যে খুলনায় গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জন, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, গাজীপুরে ৪, নারায়ণগঞ্জে ৪, কুমিল্লায় ৩ ও কক্সবাজারে ৪ জনকে।