শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৬, ৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৪৯, ৯ এপ্রিল ২০২৫
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই আলোকে সরকারি তিনটি মাদরাসাসহ দেশের সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং এবতেদায়ী প্রধানদের কাছে আদেশ পাঠানো হয়েছে।’
আদেশে বলা হয়, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষ্যে দেশের সকল মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।
এর আগে গত ২৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।