শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০০, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:০৯, ১০ এপ্রিল ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।
সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, ‘কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।
জাহাঙ্গীর আলম পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘পুলিশ থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাঁদের থাকা-খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন তাঁরা একটা ভাড়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে কোনো সর্বশেষ তথ্য আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ইন্টারপোলের আপডেট আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, ‘পরিবর্তন অনেক হইছে, আল্লাহ দিলে আরও হবে। দেখুন, যে যা-ই বলুক না কেন, রোজার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত ছিল।’
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘যারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, তাদের আমরা ধরে আনব। তাদের আইনের আওতায় নিয়ে আসব। তাই আবারও বলছি, এসব ক্ষেত্রে আপনারা (সাংবাদিকেরা) যেটা সত্য, সেটা তুলে ধরে আমাদের জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেব। অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, তাদের নতুন গাড়ি নাই। অনেক গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হইছে। আর আমরাও এখনো নতুন গাড়ি তাদের দিতে পারি নাই। তবে টাকা বরাদ্দ হইছে, হয়তো দ্রুত তারা গাড়ি পেয়ে যাবে।’
উপদেষ্টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে পাশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। সেখান থেকে সড়কপথে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হন উপদেষ্টা।