ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

বিডিআর সদস্যদের জামিন শুনানি ফের পেছালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৮, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪০, ১০ এপ্রিল ২০২৫

বিডিআর সদস্যদের জামিন শুনানি ফের পেছালো

আবারও পিছিয়েছে পিলখানায় আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি। আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে এ জামিন শুনানি ও মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক অসুস্থ থাকায় শুনানির তারিখ পেছান হয়েছে। শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছে আগামী ৮ মে।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষী ও ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আগের তারিখের মতো আজও বিচারক অসুস্থ থাকায় শুনানি পেছানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বারবার বিচারকের অসুস্থতার কথা বলে শুনানি পেছানোয় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।’ এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ১৭৮ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন। 

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদরদপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে।

আরও পড়ুন