শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:২৪, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৩৪, ১০ এপ্রিল ২০২৫
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।
ফিলিস্তিনের হয়ে বাংলাদেশি অনেক যুবক যুদ্ধ করছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার চলবে। ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরায়েল। মির্জা আব্বাস বলেন, ‘শুধু ইসরায়েল নয়, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে, কিন্তু আমার রাষ্ট্র তার প্রতিবাদ করে না।’
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে। ফিলিস্তিন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এখনও আলাপ পাইনি। অনেক সুশীল রয়েছে, তাদের সাড়া মিলছে না।’
তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের দ্বিধাবিভক্তির কারণে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চলছে। বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে সবাই ব্যস্ত, কিন্তু ফিলিস্তিনের পক্ষে ব্যস্ত নয়।’