শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৩, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:২৩, ১১ এপ্রিল ২০২৫
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল সামাদ দাউদ। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে প্রতিষ্ঠানটির আগ্রহের কথা তুলে ধরেন তিনি।
আবদুল সামাদ দাউদ বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আমরা ব্যাপক সম্ভাবনা দেখছি। পাশাপাশি, ভোলা থেকে গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতে প্রবৃদ্ধি ঘটাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, ‘টেকসই এবং ভবিষ্যতমুখী অংশীদারিত্বের দিকে মনোযোগী হওয়া জরুরি।’ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক এমন দীর্ঘমেয়াদি প্রকল্পেই জোর দেয়া উচিত বলে মত দেন তিনি।
এ সময় এনগ্রো প্রধান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘সম্মেলনে আন্তরিকতা, আতিথেয়তা ও স্পষ্ট উদ্দেশ্যের ছাপ ছিল। এক ছাদের নিচে এত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছি।’
এনগ্রোর নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, গোটা বিশ্বের জন্য অনেক কিছু দিতে সক্ষম।’
সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।