ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার
Scroll
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: মার্কিন প্রতি‌নি‌ধিদলকে বাংলাদেশ
Scroll
সংস্কার ও বিচার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির
Scroll
মার্কিন-চীন শুল্কযুদ্ধ: জার্মান কোম্পানিগুলোর নজর বাংলাদেশে
Scroll
ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত
Scroll
পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
Scroll
করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান
Scroll
চাপাতি ঠেকিয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, দুজনকে খুঁজছে পুলিশ
Scroll
নেপালে রফতানি হলো ২৭৩ মেট্রিক টন আলু
Scroll
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
Scroll
সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
Scroll
সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ: নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি
Scroll
সংবাদ সম্মেলনে সেনাসদর: ৫ আগস্টের পর সেনা অভিযানে গ্রেপ্তার ৭৮২২

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:২৩, ১১ এপ্রিল ২০২৫

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের শিল্পগোষ্ঠী

বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে পাকিস্তানের বহুজাতিক প্রতিষ্ঠান এনগ্রো হোল্ডিংস। এসব খাতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল সামাদ দাউদ। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে প্রতিষ্ঠানটির আগ্রহের কথা তুলে ধরেন তিনি।  

আবদুল সামাদ দাউদ বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আমরা ব্যাপক সম্ভাবনা দেখছি। পাশাপাশি, ভোলা থেকে গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতে প্রবৃদ্ধি ঘটাতে সহযোগিতার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’  

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, ‘টেকসই এবং ভবিষ্যতমুখী অংশীদারিত্বের দিকে মনোযোগী হওয়া জরুরি।’ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক এমন দীর্ঘমেয়াদি প্রকল্পেই জোর দেয়া উচিত বলে মত দেন তিনি।  

এ সময় এনগ্রো প্রধান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করেন। তিনি বলেন, ‘সম্মেলনে আন্তরিকতা, আতিথেয়তা ও স্পষ্ট উদ্দেশ্যের ছাপ ছিল। এক ছাদের নিচে এত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছি।’ 

এনগ্রোর নেতৃত্বকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, গোটা বিশ্বের জন্য অনেক কিছু দিতে সক্ষম।’

সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন