ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

শিল্পে গ্যাসের নতুন মূল্যের ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৭, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২২, ১৩ এপ্রিল ২০২৫

শিল্পে গ্যাসের নতুন মূল্যের ঘোষণা আজ

আজ রোববার (১৩এপ্রিল) বিদ্যমান শিল্পে গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা বিকেলে আসবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা বিল পরিশোধ করছেন। যেসব শিল্প কারখানা বর্তমানে চালু আছে, তারা এই দামেই গ্যাস সরবরাহ পাবে। তবে, নতুন সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত হতে পারে।

পেট্রোবাংলা বিদ্যমান গ্রাহকদের (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) জন্য আগের দাম অপরিবর্তিত রেখে নতুন এবং প্রতিশ্রুতি দেওয়া গ্রাহকদের জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল। প্রতিশ্রুতি দেওয়া গ্রাহকদের (যারা ইতিমধ্যে অনুমোদন পেয়েছে) জন্য অর্ধেক বিল বিদ্যমান দামে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে, নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

পেট্রোবাংলার এই দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসি শুনানি গ্রহণ করে। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে উল্লেখ করে যে দাম না বাড়ানো হলে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার এই প্রস্তাবের তীব্র সমালোচনা হয় এবং শুনানিতে ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এর প্রবল বিরোধিতা করেন। বিশেষ করে শিল্পে দুই ধরনের দাম নির্ধারণের বিষয়ে সবাই আপত্তি জানান।

আরও পড়ুন