ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২১, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:২৩, ১৩ এপ্রিল ২০২৫

নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ

প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে এক বৈঠকে তিনি এই তাগিদ দেন।

গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এবং সদস্য ড. বদিউল আলম মজুমদার অংশগ্রহণ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারও উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রফেসর আলী রীয়াজ এবং ড. বদিউল আলম মজুমদার চেয়ারম্যানকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান। তাঁরা উল্লেখ করেন যে, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক আলোচনা চলমান রয়েছে। এখন পর্যন্ত মোট আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

সংস্কার কার্যক্রমের বিষয়ে জনগণের মতামত যাচাই এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তাঁরা।

এ সময় কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যমাত্রা ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সামগ্রিক সংস্কার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।
 

আরও পড়ুন