ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

পহেলা বৈশাখে ঢাকার যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫২, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১৬, ১৩ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখে ঢাকার যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে

পহেলা বৈশাখের আনন্দমুখর উদযাপন উপলক্ষ্যে, ঢাকা মহানগরীতে যানবাহন চলাচলে কিছু পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এলাকাগুলোতে ১৪ এপ্রিল কিছু রাস্তা বন্ধ রাখা হবে। সেক্ষেত্রে বিকল্প রাস্তারও ব্যবস্থা করা হবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

একই দিনে, ডিএমপি কমিশনার আরেকটি স্বতন্ত্র বিজ্ঞপ্তিতে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু নিয়মকানুন এবং একটি নির্দিষ্ট রুট নির্ধারণ করে দিয়েছেন। এই নিয়মগুলো অবশ্যই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনুসরণ করতে হবে।

ডিএমপি কর্তৃক সাক্ষর করা এই নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল বাঙালি জাতি তাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখকে গভীর উৎসাহ ও উদ্দীপনার সাথে বরণ করে নেবে। এই বিশেষ দিনটিতে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিছু ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছে।

আগামী ১৪ এপ্রিল, সোমবার, ভোর ৫টা থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিচের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য এগুলো বন্ধ করে দেওয়া হবে অথবা অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

ডাইভারশন/ব্যারিকেড পয়েন্টগুলো হলো:

১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ ২. পুলিশ ভবন ক্রসিং ৩. সুগন্ধা ক্রসিং ৪. কাকরাইল চার্চ ক্রসিং ৫. কদমফোয়ারা ক্রসিং ৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ) ৭. দোয়েল চত্বর ক্রসিং ৮. রমনা ক্রসিং ৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার ১০. জগন্নাথ হল ক্রসিং ১১. ভাস্কর্য ক্রসিং ১২. নীলক্ষেত ক্রসিং ও ১৩. কাটাবন ক্রসিং।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা:

রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টগুলো ব্যতীত নিম্নলিখিত রাস্তাগুলোতে যানবাহন চলাচল করবে। রাস্তাগুলো হলো

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চানখাঁরপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থান:

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।

২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।

৩. শিল্পকলা অ্যাকাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো)।

৪. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।

৫. দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

৬. আব্দুল গনি রোড।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন