ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

৬০ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১০, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১১, ১৩ এপ্রিল ২০২৫

৬০ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে

জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, রাশিয়াসহ বিভিন্ন দেশে নিয়ে গেছে সরকার। এবার উন্নত চিকিৎসার জন্য আরও ৬০ জনকে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

রোববার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম নূরজাহান বেগম। তিনি বলেন, আহত ৮ জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে পাঠানো হবে। আর ২১ জনকে তুরস্কে ও ৩১ জনকে পাকিস্তানে পাঠানো হবে।

পাকিস্তানে রোগী পাঠানোর বিষয়ে তিনি বলেন, কারণ ওখানে মাইন বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য বিষেশায়িত হাসপাতাল আছে। যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞ দল এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই যোদ্ধারা হেলথ কার্ড দেখিয়ে সারাদেশের সব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন।

আরও পড়ুন