ঢাকা, রোববার, ২০ এপ্রিল ২০২৫

৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

নেচে-গেয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিদেশিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৭, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:২৫, ১৪ এপ্রিল ২০২৫

নেচে-গেয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিদেশিরা

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রা শেষ হয়েছে। তবে এই এলাকায় এখনো সাধারণ মানুষের উচ্ছ্বাস বিরাজ করছে। বৈশাখের গানের তালে নাচছেন তারা। 

এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে রাজধানীবাসী ছাড়াও অংশ নিয়েছেন বিভিন্ন বিদেশি নাগরিকও। তাদের সাধারণ মানুষের সঙ্গে নববর্ষের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, জাপান, ডেনমার্ক, ফ্রান্স, রাশিয়া, জার্মানিসহ বেশ কয়েকটি দেশের বিদেশি নাগরিক মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তাদের কেউ বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, আবার কেউবা বাঙালিদের শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন। 

জাপানের এক নাগরিক বলেন, এটা আমার জীবনের সেরা কালচারাল এক্সপেরিয়েন্স। সব কিছু অসাধারণ। শুভ নববর্ষ।

এরা আগে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ।

সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।

শোভাযাত্রায় অংশ নিয়েছেন- চারুকলার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন