ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

বর্ষবরণ অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

আমরা এই একটি দিনই বাঙালি হয়ে যাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪০, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:০৭, ১৪ এপ্রিল ২০২৫

আমরা এই একটি দিনই বাঙালি হয়ে যাই

‘আমরা এই একটি দিনই বাঙালি হয়ে যাই। আমরা বাঙালি হয়েই থাকতে চাই।’- বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। সোমবার (১৪ এপ্রিল) ধানমল্ডির রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই-সুরের ধারা হাজার কণ্ঠে বর্ষবরণ। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সূর্যোদয়ের সাথে শুরু হয় বাংলা ১৪৩২-কে বরণের পালা। যন্ত্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। দীপ্তি চৌধুরীর উপস্থপনায় শিল্পী স্বাতী সরকার-এর পরিচালনায় সুরের ধারার শিল্পীরা একে একে পরিবেশন করেন তাদের পরিবেশনা।

অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ফেরদৌস আরা। শিল্পী ফাহিম হোসেন, কিরণ চন্দ্র রায়, প্রিয়াংকা গোপ, অনন্যা আচার্য, শারমিন সহ তরুণ শিল্পীরাও তাদের সঙ্গীত পরিবেশন করেন। ভিন্ন জাতির গোষ্ঠীর পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়ে যায়।

সমাপনী বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তার সমাপনী বক্তব্যে বলেন- আমরা এই একটি দিনই বাঙালি হয়ে যাই। আমরা বাঙালি হয়েই থাকতে চাই।  এর আগেরদিন সন্ধ্যায় চৈত্র সংক্রান্তি এবং রাতে বাউল সঙ্গীতের আসর বসে।

ঢাকা এক্সপ্রেস/ এসএ
 

আরও পড়ুন