ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

কেমন কাটলো কারাবন্দিদের নববর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৬, ১৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৫০, ১৪ এপ্রিল ২০২৫

কেমন কাটলো কারাবন্দিদের নববর্ষ

পান্তা-ইলিশে সকাল শুরু হয়েছে কারাবন্দিদের। দিনভর তাদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। দুপুরে ও রাতে উন্নত খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কর্মকর্তা-কর্মচারীদের শোভাযাত্রা, ছোট পরিসরে বৈশাখী মেলাসহ বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের আপ্যায়নসহ নানান আয়োজনে বর্ষবরণ করছে দেশের কারাগারগুলো।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘বন্দিদের জন্য সকালেই পান্তা-ইলিশসহ নানান পদের ভর্তা ছিল। দুপুরে উন্নতমানের খাবার দেওয়া হয়েছে, রাতেও উন্নত খাবার দেওয়া হবে। বেলা ৩টায় তাদের অংশগ্রহণে কারাগারের অভ্যন্তরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।’

এছাড়াও বন্দির আত্মীয়স্বজন ও কারা স্টাফদের অংশগ্রহণে র‌্যালি ছিল। বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস যেমন হাতপাখা, বাচ্চাদের জন্য চরকি বিতরণ করা হয়েছে। এছাড়া হাওয়াই মিঠাই, বায়োস্কোপসহ কারাগারগুলোতে ছোট পরিসরে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান কারা কর্তৃপক্ষ। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসাদের জন্য এদিন ছিল ‘ওয়েলকাম ড্রিংকসের’ ব্যবস্থা। এছাড়া বৈশাখী হাত পাখা বিতরণ, বাচ্চাদের জন্য চরকি ও ক্যাপ, বেলুন, ভুলুজেলা বিতরণ করা হয়েছে।

কারা অধিপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ জানান, নববর্ষ উপলক্ষে দেশের সকল কারাগারেই আনন্দ-উৎসবসহ বন্দি ও স্টাফদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকালে পান্তা-ইলিশের পাশাপাশি কারাগারগুলোতে দুপুরে ও রাতের খাবারে রয়েছে মুরগির রোস্ট, পোলাও, মিষ্টি, পান-সুপারি। কোথাও কোথাও গরুর মাংসও রাখা হয়েছে। 

আরও পড়ুন