শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৪, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৩৯, ১৫ এপ্রিল ২০২৫
সাংবাদিক দম্পতি মেহেরুন রুনি ও সাগর সরওয়ার। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ এপ্রিল) ছিল প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। তবে তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন তারিখ ধার্য করেন আদালত।
গত বছরের ৩০ সেপ্টেম্বর র্যাবের কাছ থেকে মামলার তদন্তভার সরিয়ে পিবিআইকে দেন হাইকোর্ট। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলেও আজ পর্যন্ত কোনো অগ্রগতি আদালতে উপস্থাপন করা হয়নি।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
শেরেবাংলা নগর থানার পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করেও মামলার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি।
পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব পায় র্যাব। গত ৯ বছরেরও বেশি সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি।
এমনকি হত্যাকাণ্ডস্থল থেকে উদ্ধার করা আলামত যুক্তরাষ্ট্রে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকেও কোনো ফল পাওয়া যায়নি। বিভিন্ন সময়ে আদালতে ‘তদন্ত চলছে’ জানিয়ে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থাগুলো।
সরকার পরিবর্তনের পর বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।
ঢাকা এক্সপ্রেস/এসএআর