শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৮, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:২০, ১৫ এপ্রিল ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কবে হবে, তা নিয়ে প্রধান উপদেষ্টা আগেই মত দিয়েছেন। এই বিষয়ে আমার আলাদা করে বলার কিছু নেই।’
চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানপূর্ব হামলার বিষয়ে তিনি বলেন, ‘এটি নিয়ে আমি ডিসি ও কমিশনারের সঙ্গে কথা বলেছি। ঘটনা যেহেতু ঘটে গেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, আমরা সেই চেষ্টা করব।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের বদলি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মডেল মেঘলা আলম ইস্যুর সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি রুটিন প্রশাসনিক প্রক্রিয়া। কারও দায়িত্বে আসা এবং সেখান থেকে সরে যাওয়া নিয়মিত ঘটনা।’
পুলিশের লোগো পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এর আগে সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো মনে করছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরও ৫ বছর থাকেন।
পরে তাঁর এই বক্তব্য নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।