শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৯, ১৫ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:০৮, ১৫ এপ্রিল ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
বৈঠকে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের একাত্মতা ও সংহতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
আলোচনায় সাম্প্রতিক সময় ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশ, ফিলিস্তিন টিভির প্রতিনিধিদলের সফর, আল আকসা মসজিদের নামে স্মারক পাসপোর্ট ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে।
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আরব বিশ্ব যা করতে পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে।”
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মাহাবুবুর রহমান ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন) শামীম খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসএআর