শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:০৩, ১৫ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুকে হাসনাত লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।
তিনি লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি অতি শিগগির আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।
আজ ফেসবুকে আওয়ামী লীগ নেতা–কর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, রাজধানীর বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি আসলে কাদের দিকে ইঙ্গিত করেছেন, কারা আপসের রাজনীতি করছেন, এ বিষয়ে জানতে সংবাদ মাধ্যম জানতে চায়। জবাবে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও তিনি বলেন, ‘অনেকেই আপসের রাজনীতি করছেন। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আমি তাঁদের নাম প্রকাশ করব। জুলাই গণ–অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না।’