ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৪, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:০৯, ১৬ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকটি দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে চলমান অনিশ্চয়তা ও বিভ্রান্তি দূর করাই বিএনপির প্রধান উদ্দেশ্য। সরকারের কাছ থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানানো হলেও এখনো কোনো সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়নি বলে মনে করছে দলটি। বিএনপির নেতাদের দাবি, একেকজন নীতিনির্ধারক একেক ধরনের বক্তব্য দিচ্ছেন, এমনকি সরকারের মেয়াদ বৃদ্ধির পক্ষে জনমত তৈরির চেষ্টাও চলছে—যা নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, মূলত এসব কারণেই সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতেই এই সাক্ষাৎ। বিএনপি মনে করে, সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব নয়।

প্রসঙ্গত, ৯ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব।’

এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরদিন, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি। সংসদ ভবনের এলডি হলে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন