ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৫, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৩৮, ১৬ এপ্রিল ২০২৫

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর দ্বিপাক্ষিক বৈঠকে (এফওসি) অংশ নিতে আজ বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আগামীকাল বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত না থাকলেও দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ সময় পর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ কঠিন হলেও আলোচনার পরিসর হবে বিস্তৃত।

এদিকে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খানও ঢাকায় অবস্থান করছেন এই বৈঠকে অংশ নিতে। তিনি জানান, ইসলামাবাদ ঢাকা-ইসলামাবাদ বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী, বিশেষ করে বাংলাদেশে রপ্তানি বাড়ানোর সুযোগ দেখছে পাকিস্তান।

উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ পররাষ্ট্র দপ্তর পর্যায়ের এফওসি বৈঠক হয়েছিল ২০১০ সালে। 

ঢাকা এক্সপ্রেস/এসএআর 

আরও পড়ুন