ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৬, ১৬ এপ্রিল ২০২৫

আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কূটনীতিক

ছবি: সংগৃহীত

গণতন্ত্র, সংস্কার ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক। একই দিনে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এটিই হবে তাঁর প্রশাসনের কোনো কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর। অ্যান্ড্রু হেরাপের সফরে তার সঙ্গে থাকবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।

চার দিনের সফরে নিকোল চুলিক বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তা এবং গণতান্ত্রিক ধারায় ফেরার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিকোল চুলিক বর্তমানে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্বে থাকলেও এই বিভাগে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না থাকায় কার্যত পুরো দায়িত্ব তিনিই পালন করছেন। তাঁর সফরে সংস্কার উদ্যোগে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও সম্ভাব্য চাহিদা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে জঙ্গিবাদ সংক্রান্ত যেসব খবর এসেছে, সেসব প্রেক্ষিতে সন্ত্রাসবাদ ও মানবাধিকার ইস্যুও আলোচনায় আসতে পারে।

ঢাকা এক্সপ্রেস/এসএআর  

আরও পড়ুন