ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

৪ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

ওরা আক্রমণ করে মনে করিয়ে দিলো জুলাই চলমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৫, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৭, ১৬ এপ্রিল ২০২৫

ওরা আক্রমণ করে মনে করিয়ে দিলো জুলাই চলমান

পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে তিনি লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে, তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী আরও লিখেছেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দেয়। তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’!

তিনি বলেন, ‘এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্যরকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে অগ্রসর হচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

আরও পড়ুন