শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৮, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:১১, ১৬ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ ১৮ বছর পূর্ণ করবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়া বাস্তবায়নে বর্তমান আইনে কিছু সীমাবদ্ধতা থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। আনোয়ারুল ইসলামের ভাষ্যে, এটি হবে দেশের জন্য একটি নতুন উদ্যোগ।’
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, ‘রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে জুলাই-আগস্টের মধ্যে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী কি না-এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, তিনি বেশ কিছু জেলা পরিদর্শন করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে বুঝেছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিদিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হচ্ছে বলে দাবি করেন তিনি।
যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করা হবে।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর