ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার
Scroll
রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না: মার্কিন প্রতি‌নি‌ধিদলকে বাংলাদেশ
Scroll
সংস্কার ও বিচার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির
Scroll
মার্কিন-চীন শুল্কযুদ্ধ: জার্মান কোম্পানিগুলোর নজর বাংলাদেশে
Scroll
ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত
Scroll
পশ্চিমবঙ্গের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’: ভারত
Scroll
করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান
Scroll
চাপাতি ঠেকিয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, দুজনকে খুঁজছে পুলিশ
Scroll
নেপালে রফতানি হলো ২৭৩ মেট্রিক টন আলু
Scroll
পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
Scroll
সারা দেশে আজ বিক্ষোভ মিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
Scroll
সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ: নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি
Scroll
সংবাদ সম্মেলনে সেনাসদর: ৫ আগস্টের পর সেনা অভিযানে গ্রেপ্তার ৭৮২২

চার মাস ধরে চাঁদাবাজি করেছে ‘সোজা চুলের’ আশরাফুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৯, ১৬ এপ্রিল ২০২৫

চার মাস ধরে চাঁদাবাজি করেছে ‘সোজা চুলের’ আশরাফুল

রাজধানীর ধানমণ্ডিতে প্রাইভেট কারে চাঁদাবাজির সময় ‘একটা চুলও বাঁকা করতে পারবা না’ বলে হুমকি দেন মো. আশরাফুল আলম। ডিএমপির অভিযানের গ্রেপ্তার হওয়ার পর এই যুবক পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনিসহ আরও কয়েকজন সড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে তিন-চার মাস ধরে চাঁদা আদায় করছিলেন।

আজ বুধবার এ তথ্য জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে মো. আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রাইভেট কার থেকে আশরাফুলের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’

জানা গেছে, গ্রেপ্তার আশরাফুলসহ অজ্ঞাতনামা পরিচয়ের ৩-৪ জন ধানমন্ডির ২/এ রোডের ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থেকে অনেক দিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছেন। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা থেকে পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। আশরাফুলসহ আরও ৩-৪ জন চার মাস ধরে ঘটনাস্থল ও এর আশপাশে প্রাইভেট কার ও মোটরসাইকেল থামিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিলেন।

‎এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কার মালিকের সঙ্গে ওই যুবকের কথা-কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। ‍উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

‎ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’ ‎গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? একটা চুলও বাঁকা করতে পারবা না।’ এরপর যুবকটি সেখান থেকে চলে যান।

আরও পড়ুন