ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪১, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:২৪, ১৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ 

প্রতীকী ছবি

প্রায় দেড় দশক পর আবারও পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে নেতৃত্বে থাকবেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ—বিশেষ করে আকাশপথে কানেকটিভিটি—সহ প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি ও খেলাধুলার মতো খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সার্ক, ওআইসি ও ডি-৮ এর মতো আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সম্পর্ক জোরদার করাও আলোচনার অংশ হবে।

দুই দেশের মধ্যে সর্বশেষ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল ২০১০ সালে, ইসলামাবাদে। এবার হচ্ছে ষষ্ঠ বৈঠক। এর আগে ২০০৫ সালে অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল অর্থমন্ত্রী পর্যায়ে। দীর্ঘদিন বন্ধ থাকা সে আলোচনার সূত্র ধরে এবার কমিশনের ভবিষ্যৎ বৈঠক নিয়েও কথা হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূচি অনুযায়ী,  পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ও মধ্যাহ্নভোজের পর আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

উল্লেখ্য, দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। 

আরও পড়ুন