ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

পুনরায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৭, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:১৯, ১৭ এপ্রিল ২০২৫

পুনরায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে

মডেল মেঘনা আলম। ছবি: ফেসবুক

বিদেশিদের ‘প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা’র অভিযোগে দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ নির্দেশ দেন।

সকালে কারাগার থেকে মেঘনাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আবেদনটি সমর্থন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে গত ৯ এপ্রিল রাতে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম মেঘনাকে আটক করে। আটকের সময় তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কয়েকজন দরজা ভাঙার চেষ্টা করছে।

পরদিন, ১০ এপ্রিল রাতে আদালতে হাজির করে পুলিশ। আদালত বিশেষ ক্ষমতা আইনে তার ৩০ দিনের আটকাদেশ দেন। 

আরও পড়ুন