ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০৫, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:১৩, ১৭ এপ্রিল ২০২৫

২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক

এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য আজ ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে ১৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত (মোট ২৯ ঘণ্টা) খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমটিসিএল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই সময়ে জনসাধারণকে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। রেডিসন হোটেলের সামনের ইউটার্ন ব্যবহার করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য কোনো বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
 

আরও পড়ুন