ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশের মন্তব্যে ভারতের কড়া প্রতিক্রিয়া 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২২, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:৩১, ১৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশের মন্তব্যে ভারতের কড়া প্রতিক্রিয়া 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: সংগৃহীত

ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের আহ্বানের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশি কর্মকর্তাদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং একে ‘অস্পষ্ট ও অসাধু প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশি কর্তৃপক্ষের এই মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এটি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের বিষয় থেকে দৃষ্টি সরানোর কৌশলমাত্র। এমন অভিযোগকারীরা এখনও জবাবদিহির আওতার বাইরে রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উচিত হবে অপ্রয়োজনীয় মন্তব্য না করে নিজেদের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মনোযোগী হওয়া।’

এর আগে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতা ইস্যুতে বাংলাদেশের নাম জড়ানোর চেষ্টা প্রত্যাখ্যান করে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসসকে বলেন, ‘মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।’ পাশাপাশি তিনি ওই সহিংসতার ঘটনায় সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ছড়িয়ে পড়ে মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলির কিছু এলাকায়। সহিংসতায় আগুন দেওয়া, রাস্তা অবরোধ এবং ইটপাটকেল নিক্ষেপের মতো ঘটনাও ঘটে।

ঢাকা এক্সপ্রেস/এসএআর  

আরও পড়ুন