শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০২, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:২৫, ১৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
শুক্রবার (১৮ এপ্রিল) ‘ফরেন সার্ভিস ডে’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার অভাব থেকেই প্রবাসে জটিলতা তৈরি হয়। যদি দেশ থেকেই সঠিকভাবে প্রস্তুত করে পাঠানো যায়, তাহলে শুধু কর্মীদের ভোগান্তি কমবে না, দূতাবাসের ওপরও চাপ অনেকটাই হ্রাস পাবে।’
দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে তৌহিদ হোসেন বলেন, ‘প্রবাসীদের সমস্যার সমাধান যেন অগ্রাধিকার পায়, তা নিশ্চিত করতে হবে। সীমাবদ্ধতা থাকলেও নাগরিকদের সেবায় দূতাবাসকে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।’
রেমিট্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৮০-এর দশকে দেশের রপ্তানি আয় ছিল ১ বিলিয়ন ডলার, যা বর্তমানে ৬০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই প্রবৃদ্ধিতে দূতাবাসগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এক কোটি প্রবাসী বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন।’
রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রত্যাবাসন প্রক্রিয়ায় আরাকান আর্মি একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের উপেক্ষা করতে।’