ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

পাল্টা প্রতিক্রিয়া’র অংশ হিসেবে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৪, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ১৮ এপ্রিল ২০২৫

পাল্টা প্রতিক্রিয়া’র অংশ হিসেবে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে ‘প্রতিক্রিয়াশীল পদক্ষেপ’ হিসেবে ব্যাখ্যা করেছে ভারত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের আগের কিছু পদক্ষেপের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের বন্দর ও বিমানবন্দরে যে জট তৈরি হয়েছে, সেটি আমরা পর্যবেক্ষণ করেছি। তবে সিদ্ধান্তের প্রেক্ষাপট বোঝার জন্য বাংলাদেশ কী কী করেছে, সেদিকটিও বিবেচনায় নেওয়া উচিত।’  

ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের আগে বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি স্থলবন্দর বন্ধ করে এবং একটি স্থলবন্দরে কার্যক্রম স্থগিত করে। যদিও ঢাকা এর কারণ হিসেবে অবকাঠামোর অভাব দেখিয়েছে, তবে ভারতীয় সূত্রগুলোর মতে এসব সিদ্ধান্ত ছিল ‘একতরফা’ ও ‘প্রতিক্রিয়াশীল’।

চলতি সপ্তাহে বাংলাদেশ ভারতীয় সুতা আমদানি বন্ধ করে দেয়। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু না বললেও, সরকারি এক সূত্র জানায়—তাদের ধারণা, পাকিস্তান থেকে পণ্য আনাকে সহজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন