ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করা যাবে না 

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯:০২, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩০, ১৮ এপ্রিল ২০২৫

চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করা যাবে না 

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এখন আর কেউ ইচ্ছেমতো কোনো ইমামকে অপসারণ করতে পারবে না। একইসঙ্গে ইমাম নিয়োগের ক্ষেত্রেও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি জানান, ইমাম ও মোয়াজ্জিনদের বেতন ২০১৫ সালের পে-স্কেলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পাশাপাশি পেশাদার মর্যাদা বৃদ্ধির অংশ হিসেবে প্রতিবছর ঢাকায় ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘এবার হজ প্যাকেজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। পাশাপাশি এখন থেকে সরকারি অর্থে কেউ হজে যেতে পারবে না।’

কওমি সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জানান, যারা কওমি সনদ ও সুবিধা নিতে আগ্রহী, সরকার তাদের সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, মাদরাসা আল্লাহর রহমত, আর আল্লাহভীতি থাকলে মানুষের মর্যাদাও বাড়ে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন