শিরোনাম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০২, ১৮ এপ্রিল ২০২৫
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি জানান, ইমাম ও মোয়াজ্জিনদের বেতন ২০১৫ সালের পে-স্কেলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পাশাপাশি পেশাদার মর্যাদা বৃদ্ধির অংশ হিসেবে প্রতিবছর ঢাকায় ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘এবার হজ প্যাকেজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। পাশাপাশি এখন থেকে সরকারি অর্থে কেউ হজে যেতে পারবে না।’
কওমি সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জানান, যারা কওমি সনদ ও সুবিধা নিতে আগ্রহী, সরকার তাদের সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, মাদরাসা আল্লাহর রহমত, আর আল্লাহভীতি থাকলে মানুষের মর্যাদাও বাড়ে।’