ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ঝটিকা মিছিলে নেতৃত্ব: মুরাদ-আনিসের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৯, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৩৩, ১৮ এপ্রিল ২০২৫

ঝটিকা মিছিলে নেতৃত্ব: মুরাদ-আনিসের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং উত্তরের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (১৮ এপ্রিল) পল্টন থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ড আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক সুমন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

গত ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিলের আয়োজন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজন করা হয়।  

সকাল ৭টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে মিছিলটি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়।

মিছিল থেকে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নের পরিকল্পনা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে শাহে আলম মুরাদ ও তেজগাঁও থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন