শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৪, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:০৩, ১৮ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
মিছিল থেকে অবিলম্বে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে ওই দিন সকালে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তারের আহ্বান জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়। বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে শুক্রবার ভোরে ঢাকা-১৮ আসনের আওতাধীন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের আহ্বান জানানো হয়। পরে আওয়ামী লীগ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করে।