শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১০, ১৯ এপ্রিল ২০২৫
আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির এই বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।
আরমান হোসাইন জানান, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার ক্ষেত্রে যেসব বিষয়ে তাদের দ্বিমত রয়েছে, সেগুলো নিয়েই মূলত আলোচনা হবে।
কোন কোন বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন, এমন প্রশ্নের উত্তরে আরমান হোসাইন বলেন, পুরোপুরি দ্বিমত পোষণের সংখ্যা খুব বেশি না হলেও কিছু ক্ষেত্রে আংশিক দ্বিমত রয়েছে। উদাহরণস্বরূপ, চার বিভাগে প্রাদেশিক সরকার এবং ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার প্রস্তাবের সঙ্গে তারা একমত নন। এছাড়া, উপজেলা ও জেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়েও তাদের দ্বিমত রয়েছে।
এ বিষয়ে তিনি আরও জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না—এই প্রস্তাবনার সঙ্গেও তারা দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপটে এটি ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। সংবিধানের অনুচ্ছেদ ৭০-এ অর্থ বিলের ক্ষেত্রে ভোট দেওয়ার বিষয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে বলে তারা মনে করেন। মূলত, যেসব বিষয়ে তাদের দ্বিমত রয়েছে, সেগুলোই আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু থাকবে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি