শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৪, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৯:৪২, ১৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
এর আগে কুমিল্লায় কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ অভিযোগ এনে এর প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ‘নিজ নিজ ইনস্টিটিউটের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনেও শিক্ষার্থীরা জড়ো হন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন—জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।
শুক্রবারও ছয় দফা দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে এক ব্রিফিংয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, ‘দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। কুমিল্লায় যারা হামলার শিকার হয়েছেন, তাদের চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আলোচনার জন্য আমরা প্রস্তুত, কিন্তু দাবি মানতে হবে।’
আরেক প্রতিনিধি, মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ‘এই সরকার আমাদের সরকার। কারিগরি শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর করতে হবে। সরকার চাইলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’
এর আগে, বৃহস্পতিবার রাতে পলিটেকনিক শিক্ষার্থীরা দাবি আদায়ে ঢাকাসহ বিভিন্ন শহরে মশাল মিছিল করে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরও সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
ঢাকা এক্সপ্রেস/এসএআর