শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৫:৫২, ২০ এপ্রিল ২০২৫
গতকাল শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি সমাপ্তির পর শিক্ষার্থীরা এই সমাবেশের ঘোষণা দেন। তারা জানায়, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একই সময়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর প্রধান উদ্দেশ্য হলো সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করা।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র জোবায়ের পাটোয়ারী বলেন, ‘আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়া হোক, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর যে হামলা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করুন। আমরা আলোচনার জন্য প্রস্তুত।’
এ সময় আরেক আন্দোলনকারী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, কারিগরি শিক্ষাখাতে যে সকল বৈষম্য বিদ্যমান রয়েছে, আমরা সরকারের কাছে সেগুলো নিরসনের দাবি জানাই।’
এর আগে গতকাল শনিবার পূর্বনির্ধারিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর একটায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা ফটকে লাল কাপড় বেঁধে আজকের মহাসমাবেশকে তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা করে।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর যারা হামলা করেছে, তাদের বিচার চাই। আমাদের দাবিগুলো ন্যায্য হওয়া সত্ত্বেও সরকার এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
ঢাকা এক্সপ্রেস/ বিডি