শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৬, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৫, ২০ এপ্রিল ২০২৫
সিপিবি-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স শনিবার এই বিষয়ে বলেন, ‘আমাদের মধ্যে অনানুষ্ঠানিক সাক্ষাৎ তো হতেই থাকে। এটা আনুষ্ঠানিক কিছু নয়। আমি পরশু দেশের বাইরে যাব। তবে, রবিবার একটি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও জানান যে, গত শুক্র ও শনিবার বিএনপি নেতারা তার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন এবং এই সাক্ষাতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
এদিকে বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতারা এই সম্ভাব্য বৈঠকটিকে ‘অনানুষ্ঠানিক চা চক্র’ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন যে, বিএনপি নেতাদের সাথে প্রাথমিক আলোচনার পর বাম গণতান্ত্রিক জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে সিপিবি, বাসদসহ বামপন্থী দলগুলোর সাথে আলোচনা করা হবে। তারা ইতিমধ্যেই নির্বাচন নিয়ে তাদের মতামত প্রকাশ করেছে।’
ঢাকা এক্সপ্রেস/ বিডি