শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৮, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৩:৩৪, ২০ এপ্রিল ২০২৫
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি’র প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
এর আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তিন মাস সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ইসিকে চিঠি দিয়েছিল এনসিপি। সেদিন একই দাবি জানিয়েছিল সদ্য আত্মপ্রকাশ করা আর একটি দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গত ১০ মার্চ একটি গণবিজ্ঞপ্তি জারি করে ইসি, যার শেষ তারিখ ছিল আজ। ইতিমধ্যে পাঁচটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। দলগুলো হলো আওয়ামী লীগ, আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট এবং গণতান্ত্রিক নাগরিক শক্তি।
এই প্রক্রিয়ার পাশাপাশি, এনসিপি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর সুপারিশের আলোকে ইসি পুনর্গঠনসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছে।
ঢাকা এক্সপ্রেস/ বিডি