ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

সর্বস্ব হারাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা

যাত্রাবাড়ির তিনটি স্পটে জুয়ার রমরমা আসর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪৯, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৮:১১, ২০ এপ্রিল ২০২৫

যাত্রাবাড়ির তিনটি স্পটে জুয়ার রমরমা আসর

জুয়ার নেশায় সর্বস্ব হারাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা । ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর সায়দাবাদ, ধলপুর ও মাতুয়াইল বাস স্ট্যান্ডে প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে মাদক বাণিজ্য ও মাদক সেবন করে সর্বস্ব হারাচ্ছেন পরিবহন শ্রমিক ও মাছ ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ। জুয়া খেলায় জড়িত হতে দেখা গেছে শিক্ষার্থীসহ অল্প বয়সের শিশুদেরও। 

সম্প্রতি উত্তর সায়েদাবাদ, ধলপুর ও মাতুয়াইলে সরেজমিনে গিয়ে জুয়া খেলার প্রমাণ পাওয়া যায়। 

খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর সায়েদাবাদে জুয়া খেলার আয়োজক বাচ্চু ওরফে কানা বাচ্চু।  উত্তর সায়েদাবাদ এলাকার হাজি বোরহান উদ্দিনের বাড়িতে কানা বাচ্চুর সহযোগী সাইদুলকে নিয়ে এই জুয়ার আয়োজন করেন। দীর্ঘদিন ধরে রমরমা এই জুয়া বাণিজ্য সাইদুল ও বাচ্চুর পেটুয়া বাহিনীর সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে বলে এলাকাবাসীসূত্রে জানা গেছে।

পাশের আরেকটি এলাকা ধলপুরে  একইভাবে জুয়ার আয়োজন করে রমরমা  ব্যবসা চালাচ্ছে সবুজ, সরোয়ার ও ল্যাংড়া মনির। এরা ধলপুরের বাদল সরদার লেনের বেকারি গলির স্থানীয় বাসিন্দা হাসানের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছে। 

এদিকে মাতুয়াইলের ৬৫ নাম্বার ওয়ার্ডের বাস স্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে জুয়ার আসর বসিয়েছেন মিজান। মিজান, পরিবহনের চালকদের নিয়ে এই জুয়ার ব্যবসা করে যাচ্ছেন। যে জুয়াতে লক্ষ লক্ষ টাকা হেরে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। মিজানের জুয়ার আসরে মাদক ব্যবসায়ীরা মূলত ড্রাইভারদের মাদক সরবরাহ করে থাকে। এই কাভার্ড ভ্যান চালকেরা আয়ের সমস্ত অর্থই এই জুয়ার আসরে উড়িয়ে নিঃস্ব হচ্ছে।

মাতুয়াইলের জুয়ার আয়োজক মিজান প্রথমে পরিবহন চালক ছিলেন। সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ার পর থেকেই এই জুয়ার আয়োজন করে আসছেন মিজান।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, জুয়া খেলার ব্যাপারে আমার জানা নেই। যদি কেউ অভিযোগ করেন তবে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঢাকা এক্সপ্রেস/ এসএ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন