ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব

তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪২, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:২৪, ২১ এপ্রিল ২০২৫

তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে- কোনো ব্যক্তি তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। পাশাপাশি একটানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না। দুই মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর, বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে। 

প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন সূত্র এই নতুন প্রস্তাবের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে। এর আগে সংস্কার কমিশনের সুপারিশ ছিল, কোনো ব্যক্তি জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। 

এ প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলছে, একটানা দুবারের বেশি না হলেও বিরতি দিয়ে যতবার খুশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত। এই সুযোগ সীমিত করার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করে দলটি। 

এর আগে গতকাল রবিবার (২০এপ্রিল) জাতীয় সংসদ ভবনে বিএনপি এবং ঐকমত্য কমিশনের দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে আলোচনা হয়। মধ্যাহ্ন বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে দলের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন। 

বৈঠক শেষে বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কমিশন আরেকটি প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে বিএনপি তাদের মতামত জানাবে।’ তবে কমিশন ঠিক কী প্রস্তাব দিয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। সালাহউদ্দিন আহমেদ আরও জানান, সংবিধান সংস্কারের যেসব সুপারিশে বিএনপি একমত হচ্ছে, সেগুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে সব দলই এই বিষয়ে অঙ্গীকার করবে এবং যে দলই ক্ষমতায় আসুক, ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়ন করবে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে বিএনপির দৃঢ় অবস্থানের পর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ একটি বিকল্প প্রস্তাব দেন। তিনি প্রস্তাব করেন যে, প্রধানমন্ত্রী পদ তিন মেয়াদে সীমাবদ্ধ করা যেতে পারে। এই প্রস্তাবে বিএনপি নেতারা কিছুটা নমনীয়তা দেখিয়েছেন এবং দলীয় ফোরামে আলোচনার পর তাদের মতামত জানাবেন বলে জানিয়েছেন। 

এদিকে সংবিধান সংস্কারের সুপারিশ নিয়ে গত বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে দিনব্যাপী বৈঠক করে বিএনপি। সেদিন সংবিধান সংস্কার কমিশনের ৭০টি সুপারিশের কিছু অংশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের ২৩টি সুপারিশের মধ্যে তিনটি নিয়ে আলোচনা হয়। 

গতকালের দিনব্যাপী বৈঠকেও সংবিধান সংস্কারের সবগুলো সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি। সালাহউদ্দিন আহমেদ জানান, বৈঠকে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হয়েছে এবং সংবিধান সংস্কারের বাকি অংশ নিয়ে আগামী মঙ্গলবার আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের সুপারিশ নিয়ে আলোচনা করা হবে। 

ঢাকা এক্সপ্রেস/ বিডি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন