ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১০, ২১ এপ্রিল ২০২৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দুদকের অভিযান

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ লুটপাটসহ নানা রকম দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে বিগত সময়ে বিভিন্ন প্রকল্পে ৫ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেয়া হয়েছে। সেখানে নামকাওয়াস্তে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে। এর মধ্যে বেশি লুটপাট হয়েছে প্রচারণামূলক প্রকল্পে। পাঁচটি প্রকল্প নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যেখানে প্রায় ১৯০ কোটি টাকা সরাসরি খরচ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে। সভা-সেমিনার, স্কুল-কলেজ পরিদর্শন, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা-টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ওই টাকা ব্যয় করা হয়েছে।
 
অন্যদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) একটি গোষ্ঠী এতদিন প্রভাব বিস্তার করেছে। জনপ্রতি ৫ লাখ পর্যন্ত ঘুষের বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ দেয়ার অভিযোগ রয়েছে। ঘুষ দিতে না চাইলে সনদ-ভাতা বাতিল করে দেয়া হত। সেইসঙ্গে বিশেষ রাজনৈতিক ট্যাগও দেয়া হত। এই প্রক্রিয়ার সঙ্গে অনেকেই জড়িত ছিলেন। 

আরও পড়ুন