শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৯, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:১৪, ২১ এপ্রিল ২০২৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: সংগৃহীত
সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপদেষ্টা নিজেই বিষয়টি জানান।
নূরজাহান বেগম জানান, নার্সিং পরীক্ষার খাতা দেখা কিংবা পরীক্ষার অন্যান্য কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তদের জন্য সম্মানীর নিয়ম রয়েছে। অথচ কোনো সংশ্লিষ্টতা ছাড়াই তার কাছে প্রায় এক লাখ ২০ হাজার টাকার সম্মানী চলে আসে।
তিনি বলেন, ‘আমি তো পরীক্ষার সঙ্গে জড়িত না, তাহলে এই অর্থ নেওয়ার প্রশ্নই আসে না। আমি সেটা ফিরিয়ে দিয়েছি।’
সভায় উপদেষ্টা আরও জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সভার জন্য নির্ধারিত সম্মানী নির্ভর করে অংশগ্রহণকারীর ভূমিকার ওপর। বিশেষ করে বেসরকারি বোর্ড সভাগুলোতে সাধারণত পাঁচ হাজার টাকার বেশি সম্মানী দেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই সম্মানীর পরিবর্তে শুধু আপ্যায়নের ব্যবস্থা থাকে।
এদিকে, অফিস সময়ের সভাগুলোর জন্য সম্মানী গ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কারও ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আমি করেছি, নুরজাহান (স্বাস্থ্য উপদেষ্টা) আপা যদি মনে করেন তিনি করবেন।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর