শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১৭, ২১ এপ্রিল ২০২৫ | আপডেট: ২০:৩১, ২১ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের যৌথ সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এ ঘোষণা আসে। সাম্প্রতিক ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে আয়োজিত এই সভায় কোকাকোলা, ইউনিলিভার, নেসলে, বাটা, রেকিট বেনকিজার, পেপসিকো ও জুবিলেন্ট ফুড ওয়ার্কসসহ ছয়টি ক্ষতিগ্রস্ত বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
৭ ও ৮ এপ্রিল গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদ চলাকালে দেশের বিভিন্ন শহরে এসব প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দেশব্যাপী অন্তত ১৪০ জনকে গ্রেপ্তার এবং এক ডজনের বেশি মামলা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বৈঠকটিকে সময়োপযোগী ও নজিরবিহীন উল্লেখ করে বলেন, ‘এটি কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, এটি একটি শক্ত বার্তা—বাংলাদেশ প্রতিকূল পরিবেশে তার বিনিয়োগকারীদের পাশে থাকার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবাদের অধিকার আমরা সম্মান করি, তবে যে প্রতিষ্ঠানগুলো হাজারো মানুষের জীবিকার উৎস, তাদের ধ্বংস কোনো সমাধান হতে পারে না।’
ঢাকা এক্সপ্রেস/এসএআর