ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

৯ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম

Scroll
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা, নিহত ২৭
Scroll
শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
Scroll
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Scroll
ভ্যাটিকানের উন্মুক্ত প্রাঙ্গণে শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য
Scroll
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
Scroll
সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরসাদুর রউফ
Scroll
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তের জন্য আরও ৬ মাস সময় পেল টাস্কফোর্স
Scroll
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
Scroll
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
Scroll
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি
Scroll
সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে বৈঠক: বিএনপিকে জাতীয় কনভেনশন ডাকার প্রস্তাব

সমালোচনার মুখে ড. আমিনুলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২১, ২২ এপ্রিল ২০২৫

সমালোচনার মুখে ড. আমিনুলের পদত্যাগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টার পদ ছেড়েছেন ড. আমিনুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. আমিনুল ইসলাম। নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে দেয়া এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আমিনুল  নিশ্চিত করেছেন তিনি এই চাকরিটি ছাড়ছেন। আমিনুল লিখেছেন, ‘আই অলরেডি রিজাইন্ড, পিস।’ গত ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে এ নিয়ে অনলাইন এবং অফলাইনে তাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আমিনুলকে উপদেষ্টা নিয়োগের অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।
 
ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে তিনি কর্মরত আছেন।
 
২০২৩ সালে তার লেখা প্রবন্ধ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ রকমারি বেস্ট সেলার পুরষ্কার পেয়েছে। এছাড়াও চলতি বছরেও বইমেলায় প্রকাশিত দুইটি বই ‘নিলী নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন