শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:২১, ২২ এপ্রিল ২০২৫
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে দেয়া এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আমিনুল নিশ্চিত করেছেন তিনি এই চাকরিটি ছাড়ছেন। আমিনুল লিখেছেন, ‘আই অলরেডি রিজাইন্ড, পিস।’ গত ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে এ নিয়ে অনলাইন এবং অফলাইনে তাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
আমিনুলকে উপদেষ্টা নিয়োগের অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।
ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে তিনি কর্মরত আছেন।
২০২৩ সালে তার লেখা প্রবন্ধ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ রকমারি বেস্ট সেলার পুরষ্কার পেয়েছে। এছাড়াও চলতি বছরেও বইমেলায় প্রকাশিত দুইটি বই ‘নিলী নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।