ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

১০ বৈশাখ ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৬

সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকা লোপাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৯, ২৩ এপ্রিল ২০২৫

সূচনা ফাউন্ডেশনের ৪৪৭ কোটি টাকা লোপাট

ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব ও আয়কর নথির মধ্যে বিপুল অমিল পাওয়া গেছে। ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে জমা হয়েছিল ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা। কিন্তু আয়কর নথিতে আয় দেখানো হয়েছে মাত্র ৯০ কোটি ২৩ লাখ, আর ব্যয় মাত্র ১৭ কোটি ৩৫ লাখ টাকা। ফলে বাকি ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকার কোনো তথ্য নথিতে নেই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এ অনিয়ম উঠে এসেছে। কমিশনের ধারণা, এই বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়ে থাকতে পারে। অনুসন্ধান প্রতিবেদন শিগগিরই কমিশনে দাখিল করা হবে এবং অনুমোদন সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

২০১৪ সালে অটিজম সচেতনতা ও গবেষণার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশন গঠিত হলেও, দুদক বলছে এসব কার্যক্রমে অর্থ খরচের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং প্রতিষ্ঠানটির অফিস বলেও ধানমন্ডির ‘সুধা সদনে’ কোনো কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদক বলছে, ১৪টি ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ এসেছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে, যার মধ্যে রয়েছে ইস্টার্ন, সোনালী, ট্রাস্ট এবং জনতা ব্যাংকের সিএসআরের টাকা। এছাড়া বে গ্রুপ, সামিট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, বেক্সিমকোসহ ১৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে দিয়েছে প্রায় ২৩ কোটি ৬৯ লাখ টাকা অনুদান।

তবে অনুসন্ধানে দেখা গেছে, মোট জমা ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৬৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে, যার সুনির্দিষ্ট ব্যবহার স্পষ্ট নয়।

দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে সায়মা ওয়াজেদসহ মোট ১১ জনকে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রাস্টি ও নির্বাহী সদস্য, যেমন প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. মাজহারুল মান্নান, এবং সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

দুদক মনে করছে, সেবামূলক কার্যক্রমের আড়ালে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং ক্ষমতার অপব্যবহার করে অর্থ সংগ্রহ করা হয়েছে।

এ তদন্তে দায়িত্বপ্রাপ্ত সাত সদস্যের অনুসন্ধান দলটি নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

বর্তমানে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে বিদেশে অবস্থান করছেন।

ঢাকা এক্সপ্রেস/ বিডি

আরও পড়ুন