শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩, ২৩ এপ্রিল ২০২৫
মেজর সিনহা মো. রাশেদ খান
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান জানান, মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
বিগত সরকারের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেছিলেন, ক্রম অনুসারে আসলে মেজর সিনহা হত্যা মামলাটি শুনানিতে উঠতে ২০২৬-২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্স প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে শুনানির নির্দেশনা প্রদান করলে ভিন্নকথা।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে নিহত সিনহার মা নাসিমা আক্তার মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন করেন অ্যাটর্নি জেনারেলের কাছে। তারই প্রেক্ষিতে দ্রুত শুনানির আশ্বাস দেওয়া হয়।
২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেজর সিনহা। ঘটনার পর পুলিশ তিনটি মামলা দায়ের করে, যেখানে সিনহার সহযাত্রী সাইদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথকেও আসামি করা হয়। পরবর্তীতে সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্তভার পড়ে র্যাবের ওপর। তদন্ত শেষে ২০২০ সালের ডিসেম্বর মাসে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে সাক্ষী হিসেবে রাখা হয় ৮৩ জনকে। ২০২১ সালে বিচারিক কার্যক্রম শুরু হয়, এবং ২০২২ সালের ৩১ জানুয়ারি রায় ঘোষিত হয়।
রায়ে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেওয়া হয়। এরপর মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরাও আপিল করেন।
হাইকোর্টে এখন ২০১৮ সালের ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে। তবে এই মামলাটি যদি প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার পায়, তাহলে শিগগিরই নিষ্পত্তি হতে পারে। মামলার বাদী সিনহার বোন শারমিন জানান, পরিবার হিসেবে তারা দ্রুত বিচার চান।
ঢাকা এক্সপ্রেস/ বিডি