শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০, ২৩ এপ্রিল ২০২৫
অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। মামলায় শাওনের বিরুদ্ধে তার বাবা ও সৎমাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
একই মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলামের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ পারভেজ মিয়া জানান, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আসামি নাজমুল ইসলাম ও মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এই মামলায় শুধু শাওন ও নাজমুলই নয়, আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে সিআর ১৮০৫/২৫ নম্বর হিসেবে, যেখানে দণ্ডবিধির ৪২০, ৪৪৯, ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩৮৫, ৩৮৬, ৩০৭, ৫০৬(২), ১০৯, ১৮৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।