ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:২৩, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১১:৪২, ২৪ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ছবি: এনবিসি নিউজ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই শোক পালন করা হবে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৫ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

 

এই তিন দিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজের বাসভবন ‘কাসা সান্তা মার্তা’তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তিনি ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু হিসেবে দায়িত্ব পালন করে গেছে। 

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর

আরও পড়ুন