শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৫২, ২৪ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
বুধবার (২৩ এপ্রিল) রাত ১টার কিছু পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজীমউদ্দিন খান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। এরপর ক্যাম্পাসে বিজয় মিছিল বের করেন শিক্ষার্থীরা।
এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো বার্তা শিক্ষার্থীদের পড়ে শোনান, যেখানে জানানো হয়—সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে এবং নতুন নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
সরকারি এ ঘোষণা পৌঁছাতেই আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রায় ৫৭ ঘণ্টার অনশন শেষে তারা এই আন্দোলনকে ‘অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়’ বলে অভিহিত করেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ছয় দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবির মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ অন্যতম ছিল। ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দাবি তুলে ধরেন। দাবিগুলো পূরণ না হওয়ায় তারা অনশন শুরু করেন।
পরবর্তীতে, ২৫ ফেব্রুয়ারি কুয়েট প্রশাসন সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএআর