ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

কুয়েটের ভিসি ও প্রো–ভিসির পদত্যাগ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪০, ২৪ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৬:৪৪, ২৪ এপ্রিল ২০২৫

কুয়েটের ভিসি ও প্রো–ভিসির পদত্যাগ 

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ এবং সহউপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। 

তিনি বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’ 

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

ঢাকা এক্সপ্রেস/এসএআর  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন